আমাদের যুগে আমরা যখন গিয়েছি পাড়ার ইস্কুলে।
তোমরা এখন বেডরুমে বসে লেখাপড়া কর e-school এ।।
আমরা যখন কলের জাহাজ চালায়েছি গগন জুড়ে।
তোমরা এখন এলিয়েন খোঁজ সপ্ত আকাশ ফেঁড়ে।।
উত্তর মেরু দক্ষিন মেরু ছিল কেবল ই জানা।
তোমরা ওখানে মালিকানা পেতে পুতেছ নিশানা।।
পাতাল পুরীর অজানা কাহিনী আমরা বলেছি কবে।
মেরুতে মেরুতে নেট সংযোগ তোমরা দিয়েছ তবে।।
আঁধার নাশিতে আমরা এনেছি আকাশ আলোক বাঁধি।
পরমানু ভেঙ্গে শক্তি এনেছ আলো পেতে নিরবধি।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




