পাথুরে দেয়াল তরতরিয়ে বেড়ে উঠে তরুলতা
বৃষ্টি ছুয়ে যায় স্নিগ্ধ রোদের জলে ঝলমল
দোলা দিয়ে যায় ঝিরঝিরে হাওয়া।
থলথলে কচি মোলায়েম ডগা, লোলুপ উকিঝুকি
আলোয় ফেরায় গোধূলী বেলায়, বেলা শেষে
অবাধে তলায় লতাময় বাতায়ন।
পৌষের ভোর শিশিরের জলে ভেজে, ভেজায় লতা
ধুলো যত বালি যত সব ভেসে ভেসে চলে
স্নানের অবশেষে একাকার মিলেমিশে।
তবু যত চিল আকাশের নীল রজনীর তারা অনাবিল
শ্যেন চোখে অবাক চায়, চাওয়ায় আমার আমি,
দেয়াল, তরুলতা, বাতায়ন, তরুছায়া।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




