বেয়ে বেয়ে নেমে যাওয়া সিড়ি-
রাত দিন ভর গ্লানি ফেরি করি
হোক কল্পনা তবু ভাবতেই পারি
টপস্ পড়া মেয়েটার গায়ে নীল শাড়ী।
হাউজিং জ্যামে আধমরা নগর কথন-
চুরি করা অবসরে যখন তখন
বাইকের পিঠে চড়ে বিলাস ভ্রমন
থরে থরে জমে সুখ স্মৃতি, অনুক্ষণ।
বাল্বের অগোচরে বসতেই পারি খোলা জানালায়
ফ্যাশনের কাটা চুল ভিজতেই পারে ঝড়ো বরষায়
জরুরী কলের কোন এক ফাকে
বেজে উঠতেই পারে মুঠোফোন দ্যোতনায়।
শখের বশে রোদচশমাটা বসাতেই পারি নাকে
অচেনা ভুবন দেখতেই পারি নিজের মতন
পাশ দিয়ে হনহন হেটে যাওয়া সুন্দরী দেখে
এই কিছুক্ষণ, তুলতেই পারি মনে আলোড়ন।
সর্বশেষ এডিট : ১৮ ই মার্চ, ২০১২ বিকাল ৩:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




