আমরা কি খুব বেশী চেয়ে ফেলেছিলাম এই ক্রিকেট দলের কাছে?
ভারতের কাছে হারলেও একটা আত্মতৃপ্তি ছিলো আমাদের ছেলেরা রান পেয়েছে।
আজকে কেউ একজনও কি দাঁড়াতে পারলো না দেশের জন্য?
অন্তত একটা সেন্চুরী আশা করেছিলাম।
আফ্রিকার সাথে জিতা কঠিন কিন্ত এইভাবে হারা.....
ওরা ১১ জনের কেউ কি বোঝেনা একমাত্র ক্রিকেটই আমাদের বাংলাদেশের ১৪ কোটি মানুষকে দারূন এক আনন্দ দিতে পারে। সবকিছু ভুলে সবাই রাস্তায় নেমে পড়ে আনন্দ করতে।
হারলাম তো হারলাম, ঐ সিধুদের জন্য তো এখন আর টি.ভি ও দেখা যাবে না।
ভুলে যেতে চাই এই অধ্যায় টা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




