এহাত্তরের এক রাইতে উনার (স্বামী) হাত ধইরা আমি হুইত্যা (শুয়ে) আছলাম। হারাদিন কাইজ-কাম কইর্যা শইল্যে বেদনায় কাতরাইয়া যহন চউে ঘুম আইছে তহনি দরজার মধ্যে জোরে শব্দ অইল। পতথম বার কিস্তাই (কিছুই) বুজি নাই। পরে যহন শব্দ অইছে তহন বুজঝি এইটা বুট জোতার লাত্তি। আমিও ডরাইয়া উনারে ডাক দিলাম। এই উড, কেলা জানি আইছে। উনি উইট্যাই দরজা খুইল্যা দিছেন। হরমর কইরা পাঁচ-সাত জন ভিতরে ঢুইক্যা জোরে থাবরা দিয়া উনারে ধইরা বাইরে ফালাইয়ে দিছে। হেরপর দুনিয়া ফাডানো এক শব্দ অইল। উনারে যহন দেহি তহন এক চিল্লান দিয়া আমি হাটপিল হরি। এসব কথা বলেই চোখের পানি মুছলেন বয়সের ভারে ন্যুজ সত্তর বছরের বৃদ্ধা জুলেখা বিবি।
পুনরায় তিনি বলা শুরু করলেন, এহাত্তরে রাজাকারদের লাইগ্যা আমার সোয়ামীরে হারায়ছি। হেরপর থাইক্যা বানের জলের মতন ভাসতেই আছি আমি। যেহময় আমার একটু জিরানির (বিশ্রাম) দরহার হেই হময় (সময়) আমি কাজ-কাম করি। জানিনা কোন হময় এর শেষ অইব। আল্লাগো রাজাকারদের বিচার দেইখ্যা কী আমার মরণ অইব ? এক নি:শ্বাসে কথাগুলো আেেপর সাথে বলে অন্যদিকে মন দেন জুলেখা বিবি।
১৯৭১ সালে স্বামী হারিয়ে যখন তিনি বিধবার সাদা শাড়ি গায়ে জড়িয়েছিলেন তখন কেউ থাকে ভাল চোখে দেখে নি। সবাই অপয়া বলে তার উপর থুথ ছিটিয়েছে। গ্রামে সালিশ বসিয়ে কলঙ্কের কালি লেপন করে তাকে ঘর থেকে বের করে দিয়েছে গ্রামের মাতব্বররা। তাতেও তিনি দমে যাননি। কোনদিন আধাবেলা খেয়ে আবার কোনদিন সারাদিন উপোস থেকেই দিন কেটেছে তার । কেউই তার খবর রাখে নি, খোঁজ নেয়নি। এভাবে বহুদিন চলার পর ভুল করে একদিন সিলেটের ট্রেনে চড়ে বসলেন জুলেখা বিবি। ট্রেন থেকে নেমে তিনি কিছুই চেনেন না। তখন একজনকে জিজ্ঞেস করে জানতে পারলেন তিনি সিলেটে এসে পড়েছেন। তবে এতে ভয় পেয়ে যাননি তিনি। কারণ সিলেটে আসা ওনার দীর্ঘদিনের শখ ছিল। ওনার স্বামী তাকে বলেছিলেন দেশের পরিস্থিতি ভাল হলে সিলেটে এসে তাকে নিয়ে অনেকদিন ঘুরে বেড়াবেন। কিন্তু সেই কালরাত্রিতে স্বামী মারা যাওয়ার পর তার শখও সহমরণে যায়। কিন্তু পরে যেহেতু সুযোগ এসেছে তিনি তা হাতছাড়া করেননি। একটি বাসায় কাজ জুটিয়ে টাকা জমাতে শুরু করলেন তিনি। সাথে একজন বান্ধবীও জুটে গেল তার। কিন্তু একমাস যেতে না যেতেই প্লেট ভাঙ্গার অপরাধে তাকে বেদম প্রহার করল বাড়ির মালিক। পনের দিনের মত হাসপাতালেও তাকে থাকতে হয়েছিল। এরপর তিনি আর পরনির্ভর থাকতে চান নি। বাসা থেকে মজুরী বাবদ পাওয়া কিছু টাকা দিয়ে সিলেট ভেটেনারী কলেজের (বর্তমানে কৃষি বিশ্ববিদ্যালয়) পাশে একটি দোকান ভাড়া নিলেন। সেখানে তিনি একটি চা স্টল দিলেন। সারাদিন চা বিক্রি করে রাতে বান্ধবীর সাথে ছোট এক বিছানায় গাদাগাদি করে ঘুমাতেন। ধীরে ধীরে তার ছোট্ট এ ব্যবসার প্রসার হতে লাগল। অল্পদিনেই বিশ্ববিদ্যালয়ের শিার্থীদের প্রিয় পাত্র হয়ে গেলেন। সময় পেলেই গল্প করতে চলে আসেন বিশ্ববিদ্যালয় পড়–য়া কোমল হৃদয়ের অনেক ছাত্রী। তবে এখানকার লোকজনের সাথে দীর্ঘদিন ধরেই তার কথা বলতে সমস্যা হচ্ছে। কারণ তিনি সিলেট থাকলেও তার স্বামীর বাড়ি ময়মনসিংহের আঞ্চলিক ভাষায় কথা বলেন। এজন্য তাদের কথা তিনি বুঝলেও তার কথা বুঝেননা অনেকেই। তবুও তিনি তাদের গল্প শোনান সেই একাত্তরের, শোনেন নিজেও। এরই মধ্যে তার নামেও হয়েছে পরিবর্তন। বিশ্ববিদ্যালয়ের শিার্থী ছাড়াও স্থানীয় লোকজন তাকে বীরঙ্গনা জুলেখা বুবু নামে সম্বোধন করেন। এতে তিনি খুশি হয়ে তৃপ্তির হাসি হাসেন। আবার পরণেই বেজার হয়ে যান। সেই কারণ সবারই জানা। আর সেটি হল যুদ্ধাপরাধীদের বিচার।
যার জন্য তিনি স্বাধীনতা পরবর্তী ৩৯ টি বছর এক রঙ্গের শাড়ি গায়ে দিয়ে আছেন।
যার জন্য তার জীবন-যৌবন সবকিছুই উৎসর্গ করে দিয়েছেন।
এতকিছুর পরও তার ধৈর্যের বাঁধ ভেঙ্গে যায় নি।
আর এজন্যইতো ময়মনসিংহের কুখ্যাত মোশারফ রাজাকার সহ সকল দোসরদেরই ফাঁসি চান তিনি।
তিনি আশাবাদী। তার আশা পূর্ণ হবে শীঘ্রই।
আলোচিত ব্লগ
ছি , অবৈধ দখলদার॥ আজকের প্রতিটি অন্যায়ের বিচার হবে একদিন।

ধিক ‼️বর্তমান অবৈধভাবে দখলদার বর্তমান নরাধমদের। মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশে । বীর মুক্তিযোদ্ধাদের ক্ষমা চাইতে হলো ! রাজাকার তাজুলের অবৈধ আদালতে। এর চাইতে অবমাননা আর কিছুই হোতে পারেনা।... ...বাকিটুকু পড়ুন
আম্লিগকে স্থায়ীভাবে নিষিদ্ধে আর কোন বাধা নেই

মঈন উদ্দিন ফখর উদ্দিনের ওয়ান-ইলেভেনে সরকারের ২০০৮ সালের ডিসেম্বরে ভারতের সহায়তায় পাতানো নির্বাচনে হাসিনা ক্ষমতায় বসে। এরপরই পরিকল্পিত উপায়ে মাত্র দুই মাসের মধ্যে দেশপ্রেমিক সেনা অফিসারদের পর্যায়ক্রমে বিডিআরে পদায়ন... ...বাকিটুকু পড়ুন
আওয়ামী লীগের পাশাপাশি জামায়াতে ইসলামীকেও নিষিদ্ধ করা যেতে পারে ।

বাংলাদেশে আসলে দুইটা পক্ষের লোকজনই মূলত রাজনীতিটা নিয়ন্ত্রণ করে। একটা হলো স্বাধীনতার পক্ষের শক্তি এবং অন্যটি হলো স্বাধীনতার বিপক্ষ শক্তি। এর মাঝে আধা পক্ষ-বিপক্ষ শক্তি হিসেবে একটা রাজনৈতিক দল... ...বাকিটুকু পড়ুন
J K and Our liberation war১৯৭১


জ্যাঁ ক্যুয়ে ছিলেন একজন ফরাসি মানবতাবাদী যিনি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি বিমান হাইজ্যাক করেছিলেন। তিনি ৩ ডিসেম্বর, ১৯৭১ তারিখে প্যারিসের অরলি... ...বাকিটুকু পড়ুন
এবার ইউনুসের ২১শে অগাষ্ঠ ২০০৪ এর গ্রেনেড হামলার তদন্ত করা উচিৎ
এবার ইউনুসের ২১শে অগাষ্ঠ ২০০৪ এর গ্রেনেড হামলার তদন্ত করা উচিৎ
২০০৪ সালের ২১ শে অগাষ্ঠে গ্রেনেড হামলার কারন হিসাবে বলা হয়েছিল , হাসিনা নাকি ভ্যানেটি ব্যাগে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।