আমি ফুল-হীন একটি শরৎ,, আমি বৃষ্টি-হীন এক নিষ্ঠুর বর্ষাকাল।।
আমার কাছে গ্রীষ্ম মানে একটু ঠান্ডা বাতাসের অন্বেষন।।
শীত কালে দেখেছি আমি ফ্যান চালিয়ে ঘুমানোর দূঃস্বপ্ন।।
হেমন্ত নাকি এখন আর আগের মতো কাউকে টানে না।।
আর বসন্তে পাখি গান গাইলেই মনে হয় গ্যান্জাম, ইচ্ছে হয় এক-এক টারে গলা টিপে মারি।।
>>তবে কি আমার "ভালো লাগে না" রোগ হইছে??
তবে কি আমার জীবনটা কুয়াশা-আচ্ছন্য??
নাকি এও কোন উদাস প্রেমিকের "প্রলাপ বাক্য" মাত্র !!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




