১।
আমার পরিচিত এক ছোট ভাই আছে। এস এস সি, এইচ এস সি-র রেজাল্ট মোটামোটি ভালো।
কিছুদিন আগে গ্রামে গিয়েছিলাম। দেখা হলো ঐ ছোট ভাইয়ের সাথে। জিজ্ঞেস করলাম এইচ এস সি-র পর কী নিয়ে পড়ছে সে? কাচুমুচু করে সে জানালো ইয়ার ড্রপ দিয়েছে। কোথাও এডমিশন টেস্ট দেয়নি। তবে "আগামীতে ট্রাই করবে।"
আমি বেশ অবাক হলাম। তার চেয়ে কম জিপিএ নিয়ে অনেকে বেশ ভালো সাবজেক্টে পড়াশোনা করছে। কিন্তু সে কেনো এরকম করলো। তার পরিবারের আর্থিক অবস্থা যে খুব ভালো সেরকম না। তার বড় ভাই সম্ভবত দুবাইতে থাকেন।
তার সাথে কথা হচ্ছিলো এসব নিয়ে। হঠাৎ সে জানালো ডেসটিনি'র কথা। ডেসটিনি করছে এক বছর যাবৎ। খেয়াল করলাম সে ডেসটিনির কথা বলছে আর তার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠছে। কথার গতি ও শব্দ বেড়ে যাচ্ছে।
কিছুক্ষণের মধ্যেই অতি উৎসাহী হয়ে সে আমাকে ডেসটিনির ফজিলত বর্ণনা করতে শুরু করলো। তার কথার সারমর্ম মোটামোটি এরকমঃ
ডেসটিনি অনেক বড় কোম্পানী। তারা পুরো দেশ গাছ লাগিয়ে ভরিয়ে দেবে। দেশ বদলে দেবে। ডেসটিনি করলে ৩/৪ বছরে কোটিপতি হয়ে যাওয়া কোন ব্যাপার না। সে ২০১৪ সালের মধ্যে "পিএসডি" হয়ে যাবে। তখন গাড়ি কিনবে, বাড়ি কিনবে।
এগুলো মোটেও কল্পনা না। এগুলো বাস্তব। অনেক ভুরি ভুরি উদাহারণ আছে আশে পাশে। সে এক মেয়েকে জানে যে কিছুদিন আগে খেতে পারতো না কেবল ডেসটিনি করে সে গত সপ্তাহে গাড়ি কিনেছে।
এক মহিলাকে চিনে। মহিলার স্বামী মারা গেছেন। কিন্তু মহিলার স্বামী জীবিত থাকা অবস্থায় ডেসটিনি করেছেন বলে এখন তিনি মাসে হাজার হাজার টাকা পেয়েছেন।
ডেসটিনি কিছুদিনের মধ্যেও অনেক বড় বড় প্রজেক্ট নিয়ে আসছে। শপিং মল, স্কুল কলেজ, হাসপাতাল ইত্যাদি। যারা ডেসটিনি করে সেখানে তারা ব্যাবসা করতে পারবে।
ছোট ভাই আরো জানালো তার ভাই যেহেতু দুবাই-তে থাকে সেহেতু দুবাইতেও সে ডেসটিনি নিয়ে কী কী জানি করবে। খালি টাকা আর টাকা।
তারপর সে খাতা কলমে গোল্লা একে আমাকে কী জানি বুঝানো শুরু করলো। আমি বিরক্ত হয়ে উঠে আসলাম।
২।
ডেসটিনি নিয়ে অনেক কথা উঠেছে। ভুয়া কোম্পানী, টাকা মেরে দিবে, কেবল আশা দেখিয়ে যাচ্ছে, আইনি দিক দিয়ে স্বচ্ছ না ইত্যাদি ইত্যাদি।
আমি ওসব কথায় যাবো না। আমার কথা অন্য যায়গায়।
অনেকেই হয়তো খেয়াল করেছেন যে দেশে তরুনদের একটা বড় অংশকে ডেসটিনি লিমিটেড হাতে কলমে অলস বানিয়ে ফেলছে। তাদের মগজ ধোলাই করে সেখানে ঢুকিয়ে দেয়া হচ্ছে, পড়াশোনা লাগবে না, পরিশ্রম লাগবে না। কেবল ডেসটিনি করলেই দুই তিন বছরে কোটি কোটি টাকা কামাই করা যাবে।
এসব তরুনদেরকে টাই পরা, বাচাল, নির্লজ্জ্ব ইত্যাদি বলে ঠাট্টা করছেন অনেকেই। কিন্তু দোষ কী আসলেই তাদের? কম শিক্ষিত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত পরিবার থেকে আসা ছেলেদেরকে ব্যবহার করছে ডেসটিনি। তারা না বুঝে কিংবা কিছুটা লোভ করে ডেসটিনি নামক মাদক গিলছে।
আখেরে লাভটা হচ্ছে কার? ডেসটিনির।
আর ক্ষতিটা কার?
একটা দেশের তরুনদের একটা বড় অংশ কেবল অলস হয়ে বেড়ে উঠলে আর আকাশ কোটি টাকার স্বপ্ন দেখে দেখে তাদের তারুন্যটা ধংস করলে তার খেসারত ঐ দেশকেই দিতে হবে। তাই নয় কি?
আরো কয়েক বছর পরে এই ছেলেগুলো যখন বুঝবে তারা কেবল স্বপ্নের পেছনে ছুটেছে, ডেসটিনি তাদের কেবল তাদের মুলা দেখিয়েছে তখন অনেক দেরী হয়ে যাবে। তাদের পড়াশোনার বয়স থাকবে না। পরিবারের জন্যও হয়ে যাবে বোঝা।
ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন.. সব ভর করবে দেশের একটা বড় অংশের মানুষের উপর। তার ফলাফল নিশ্চয়ই সুখকর কিছু হবে না।
তাই সময় থাকতেই লাগাম টেনে ধরুন ডেসটিনির। মাদক যেমন নিষিদ্ধ, ডেসটিনিকেও নিষিদ্ধ করুন।
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০১২ সকাল ১০:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




