অনেক দিন যাবতই খেয়াল করেছি এটা। প্রথম আলোতে প্রকাশ হওয়া মন্তব্যগুলোর ধরণ একই হয়। এটা নিশ্চিত যে প্রথম আলো কিছু খবর প্রকাশ করে নিজেদের এজেন্ডা বাস্তবায়নের জন্য। উদাহারণ হিসেবে বলা যায় ইউনুসের ইস্যুটার কথা। ইউনুসকে এই সরকার সুযোগ পেলেই ধুয়ে দিচ্ছে। প্রতিবার ধুয়ে দেবার পর প্রথম আলো ইউনুসের মাথার নিচে ছাতা ধরছে।
প্রথম আলো ইউনুসের উপর ভর করে মনে হয় আরেকটা ওয়ান ইলিভেন আনতে চায়।
যাক গে সে কথা।
প্রথম আলোর মন্তব্য প্রকাশের ব্যাপারে যা বলছিলাম। দেখা গেছে প্র আ যখন ইউনুস প্রসঙ্গে খবর ছাপে তখন মন্তব্যের ঘরেও বেশির ভাগ মন্তব্য প্রকাশ করে ইউনুসের পক্ষে। আমি পরীক্ষা করে দেখেছি ইউনুসের বিপক্ষে কিছু মন্তব্য করে। কিন্তু আলু তা প্রকাশ করেনি। বরং ভুল বানান, ভুল বাক্য আর ভুল ইংরেজিতে করা ইউনুসের পক্ষের মন্তব্যগুলোই তারা বেশি প্রকাশ করে।
অন্যান্য খবরের ক্ষেত্রেও এটা ঘটতে দেখেছি। ডেসটিনি, র্যাব ইত্যাদি ইস্যুতে আলু কেবল তাদের ঘরানার মন্তব্যগুলোই বেশি গুরুত্ব দিয়ে ছাপায়।
আলু, আগে নিজে বদলাও। পরে অন্যদের বদলে যেতে বলো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




