রাজনীতিতে সক্রিয় থাকলে হয়তো খবর গু্লো আরো আগে জা্নতে পারতাম, পরদিন পত্রিকায় দেখেই জানতে হয়। কিন্তু পুলিশের ব্যাখ্যা খুবই অবাক লাগে। "গোপণ মিটিং", "রাষ্ট্র বিরোধী কর্মকান্ড", "যেহাদী বই", "ষড়যন্ত্র", "মিছিলের প্রচেষ্টা" ইত্যাদি ইত্যাদি।
সব রাজনৈতিক দলই তাদের আভ্যন্তরিন বৈঠক "গোপন"-ই করে। আওয়ামীলীগ, বিএনপি সবাই। তবে জামাত করলে দোষ হবে কেন? জামাত এখনোতো বৈধ রাজনৈতিক দল!
নেতাদেরকে গ্রেফতার করলে মিছিল-মিটিং করে। এটা কোন "রাষ্ট্র বিরোধী কর্মকান্ড" হতে যায় না।
ইসলামী বই, কুরআন হাদীস, তাফসীর-কে যেহাদী বই বলে নিষিদ্ধের তালিকায় ফেলতে চাচ্ছে।
আমরা যারা জামাতের প্রতি আগ্রহ পাই না, সরকারের কাজে তাদের প্রতি জানতে মন চায়। আসলে এই "যেহাদী বই" গুলো কি? সরকার তাদের কেন এতো ভয় পায়? আসলে জামাত কি চায় কিভাবে চায়? সরকারের বক্তব্য কতটুকু সত্য? জামাত কতটুকু দোষী বা নির্দোষী?
কেহ অনলাইনে কোন লিঙ্ক দিতে পারেন কি? একটু গবেষনা করবো। আপনাদের সাথে শেয়ারও করবো।
ধন্যবাদ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




