তোর সাথে কতদিন কথা হয় না।
সেই পুকুর ধারে.
কষা আমকুঁড়ি আর লেবুপাতার সাথে
তোর আঙুলের গন্ধ---
সন্ধের নিথর বাষ্পে মিশে থাকা সত্যে
তোর অবাক চাউনি--
একবুক আকাশ নিয়ে যেদিন অমৃতের আস্বাদ দিয়েছিলি--
ভুলিনি রে কিছুই।
কথা হয় না কতদিন তোর সাথে--
নিজেকে ভুলতে ভুলতে ক্লান্ত বড়ো আজ।
আয়, আজ আমায় ভুলিয়ে দিয়ে যা সবকিছু।
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০০৯ দুপুর ১:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




