কর্মসূত্রে প্রতিদিন সকাল ৭ টার মেট্রোরেলে আমায় দমদম থেকে ধর্মতলা পর্যন্ত যেতে হয়। মাত্র আঠারো মিনিটের পথ। তার মাঝেই জীবন দেয়ালা করে যায়। একপাল স্কুল-পড়ুয়া, তাদের অভিভাবক আর আমার মতো অফিস-ব্যস্ত মানুষের কলকাকলিতে (নামান্তরে... কচকচিতে) ভরে থাকে সকালের ক্যূপগুলো।
সিংগুর----- নন্দীগ্রাম----- লালগড় --- উত্তর এই বাংলায় জীবন বড়ো অস্থির বড়ো অশান্ত বড়ো বিপদবহুল। অবলা সাধারন মানুষ, হানাদারদের কাছে বরাবরই soft Target. কাজেই ঐ আঠারো মিনিটের পথটুকুও আজকাল আর নিশ্চিন্ত পথ নয়। রেলের কামরার কোনো গোপন
অন্তরালে দুর নিয়ন্ত্রিত RDX প্যাকেট অপেক্ষমান কিনা কে জানে !!!
পরিবারের মানুষগুলোর সাথে মজার এক লুকোচুরি খেলা চলে আসা-যাওয়ার এই পথটুকুটে। মোবাইলে সবসময় যোগাযোগ থাকে না। যেটুকু থাকে, তাতেই বারকয়েক ফোন আসে, -- "ছাতা নিয়েছোতো ?"----"জল নিতে ভুল হয়নিতো?"---" কি , চা খাচ্ছ ?"--- আজ তোমার কাজ কতসময় ?"---
আসলে যে মানুষগুলো বাড়িতে, তারা প্রতিমুহুর্তে চিন্তিত থাকে, --
তারা নিশ্চিত হতে চায়---
আমি বেঁচে আছি তো !!!
কেউ দেখুক বা না দেখুক কেউ, টেলিভিশনের নিউজ চ্যানেলগুলো চালানোই থাকে আগাম কোনো দুর্ঘটনার খবরের প্রতিক্ষায়।
রোজ সন্ধ্যায় বাড়ি ফিরতে ফিরতে ভাবি, আজ তো ফিরলাম কিন্তু
কাল ...????
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০০৯ বিকাল ৩:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




