এই বছর বর্ষা সেইভাবে ভরসা দিল না। উন্মনা চঞ্চলা কিশোরীর মতই তার আনাগোনা। এই আছে এই নেই। বর্ষণনির্ভর ভাগচাষীদের মাথায় হাত। শুকনো ফসল যেটুকু বা হয়েছে (যদিও তার পরিমান প্রয়োজন সাপেক্ষে খুবই কম...) ধান গম সবজী ও পাটের ফলন .... শোচনীয়।
আমার ঝা-চকচকে শপিং-মল-কেন্দ্রিক জীবনযাত্রায় রাজ্যের কৃষি-বিপর্যয় বা অনাবৃষ্টি-জনিত-জাত অন্যান্য সমস্যা অবান্তর। কারন তাতে আমার কিছু এসে যায় না। কতজন কৃষকের ঘরে আজ সন্ধ্যায় হাঁড়ি চড়বে না, কতজনের সন্তান আজ রাতে খালিপেটে ঘুমিয়ে পড়বে, কতজন ভাগচাষী দেনার জ্বালায় একটা কীটনাশকের বোতল আর একটু নির্জনতা খুঁজে নেবে..... জানি না। আমার জানার দরকারও পড়ে না।
কেবল শপিং-মলে কেনাকাটার পর, প্যাকেজ-প্রডাক্টগুলোর বারকোডের ওপর দিয়ে আলোর রেখা যাবার সময় যে ক্ষীণ যান্ত্রিক আর্তনাদটুকু কানে আসে ........ জানি না আমার কেন মনে হয় ওটা কোনো হতভাগ্য কৃষবধূর চাপা গোঙানি।
আমার মনেরই ভুল, কি বলেন ?
সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




