কেউ কি কখনো Google এর Transliteration টা ব্যবহার করে দেখেছেন? আমার দেখা মতে এটা পৃথিবীর সবচে সহজতম বাংলা লেখার উপায় |
এর মূল কাজ টা হচ্ছে আমরা যেভাবে কিবোর্ড এ বাংলা টাইপ করি সেভাবেই সেই ইংলিশ কে বাংলায় পরিবর্তন করে | এটা কে online এ যেমন ব্যবহার করা যায়, offline এও যায় |
ফলে যারা বাংলা লেখালেখি আরো সহজ ভাবে করতে চান, তাদের জন্য এটা খুবই useful একটা টুল হয়ে উঠতে পারে |
ctrl+g দিয়ে native language (বাংলা) থেকে English এ বা English থেকে বাংলায় খুবই সহজে চলে যাওয়া যায় |
অনলাইন এ লেখার জন্য :http://www.google.com/transliterate লিঙ্ক টাতে চলে যান |
অফলাইন এ লেখার জন্য :http://www.google.com/ime/transliteration/index.html এ গিয়ে "Choose your IME language" অপশন থেকে Bengali সিলেক্ট করে download করে নিন |
( এই ধরনের লেখা যদি আগে কোনো ব্লগ এ লেখা হয়ে থাকে তার জন্য আমি দু:খিত আমার সেটা জানা নেই )
সর্বশেষ এডিট : ১৯ শে এপ্রিল, ২০১০ বিকাল ৪:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





