আজকের সংবাদ:::: (যেমন পোষ্ট আমরা দেখার সম্ভাবনা আছে)
পোষ্টের সংখ্যা, সংক্রান্ত বিরোধে কাউয়া নিতাই এবং আলীর ভেতরে উত্তেজনার প্রেক্ষিতে কাউয়া নিতাই আলীর সাথে সকল কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। কাউয়া নিতাই দীর্ঘদিন ধরেই আলীর বিরুদ্ধে পোষ্টের মান এবং সংখ্যা অনৈতিকভাবে বৃদ্ধির অভিযোগ করে আসছিল। আলী এই অভিযোগ অস্বীকার করে কাউয়া নিতাই এর বিরুদ্ধে পাল্টা অভিযোগ আনে কাউয়া নিতাই ড্রাফট করে তার পোষ্ট সংখ্যা বৃদ্ধি করছে।এই নিয়ে কয়েকদিনের বাকযুদ্ধের পর কাউয়া নিতাই তার পোষ্টে আলীর কমেন্ট ব্লক করলো। আলী এর উপযুক্ত জবাব দেবে বলে ঘোষনা করেছে। নোটিশবোর্ডের নিস্ক্রিয়তার বিরুদ্ধেও আলী প্রতিবাদ জানিয়েছে।
---------------------------------------------------------------------------------------
স্নায়ুযুদ্ধের কালে সোভিয়েত ইউনিয়ন আর মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে প্রায়ই কূটনীতিক বহিস্কার আর পাল্টা বহিস্কারের ঘটনা প্রায়ই শোনা যেত। সেই সময়গুলিতে বেশ কয়েকটি দেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার কথাও মনে পড়ে গেল কমেন্ট ব্লকিং এর বদৌলতে। এখন সময় পাল্টে গেছে। এখন কূটনৈতিক যুদ্ধের বদলে সরাসরি আক্রমনের চল হয়েছে প্রাগৈতিহাসিক যুগের মত। হাসিনের কমেন্ট ব্ল্লকিং সেই স্নায়ুযুদ্ধের পৃথিবীর কথা মনে করিয়ে দিল। এখানে এক একটি ব্লগার এক একটি রাষ্ট্রের মতো। রাষ্ট্রে রাষ্ট্রে সংঘাত আর মৈত্রির মতো এখানেও চলে সমর্থন আর বৈরিতা। ন্যাটো কিবা ওয়ারশো জোটের মতো এখানেও আছে অনু আর প্রতিদল।জাতিসংঘের মতো ঝুলে আছে নোটিশ বোর্ড। হাসিনকে ধন্যবাদ এই ব্যবস্থাটির মধ্য দিয়ে এই ভার্চূয়াল ব্যবস্থাটিকে আরো মজাদার করে তোলার জন্য।
সর্বশেষ সংবাদ:
কাউয়া নিতাই এবং আলী কূটনৈতিক সম্পর্ক পূর্নস্থাপিত করতে সম্মত হয়েছে। তারা এক অন্যের কমেন্ট ব্ল্লকিং তুলে নিয়ে আলাপ আলোচনার মাধ্যমে বিরোধ মিমাংসা করতে সম্মত হয়েছে।
( কাউয়া নিতাই আর আলীর কাছে ক্ষমা প্রার্থনা করছি তাদের নাম ব্যবহার করার জন্য। শ্রেফ লেখাটির মজা আনার জন্য আপনাদের নাম ব্যবহার করা হয়েছে। আর অন্য কোন উদ্দেশ্য এতে নেই)
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



