আদিবাসী মানেই পাহাড় আর মেঘে জড়াজড়ি ছায়া দিগন্ত
অরন্যের সবুজ পথ বেয়ে ছুটে আসা মাদলের শব্দ,
আগুনের শিখার উপর ফুটে ওঠা সন্ধ্যাতারা,
মাতাল সঙ্গীত আর নেচে ওঠা গ্রাম ।
আদিবাসী মানেই আমার প্রথম নিয়মভাঙার গান।
নিয়ম মানে সন্ধ্যাবেলা টিমটিমে হলুদ বাতির আলোয় কালো অক্ষর গুনগনিয়ে আওড়ে যাওয়া, আর মধ্যে মধ্যে বাবার কড়া নজর এড়িয়ে এটা ওটায় মুখ লুকানো।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



