আদিবাসী মানেই পাহাড় আর মেঘে জড়াজড়ি ছায়া দিগন্ত
অরন্যের সবুজ পথ বেয়ে ছুটে আসা মাদলের শব্দ,
আগুনের শিখার উপর ফুটে ওঠা সন্ধ্যাতারা,
মাতাল সঙ্গীত আর নেচে ওঠা গ্রাম ।
আদিবাসী মানেই আমার প্রথম নিয়মভাঙার গান।
নিয়ম মানে সন্ধ্যাবেলা টিমটিমে হলুদ বাতির আলোয় কালো অক্ষর গুনগনিয়ে আওড়ে যাওয়া, আর পড়ার ভানে কল্পনায় হারিয়ে যাওয়া। কল্পনা মানে গাছে ছাওয়া সবুজ বন, কল্পনা মানে মেঘ ছোয়া পাহাড়। কারা থাকে ওখানে- ওই জঙ্গলের মধ্যে হেটে যাওয়া জংলী শিকারীর দল, আকাশ ছোয়া পাহাড়ী পথে নেমে আসে পাহাড়ী মানুষেরা।
আর একটু পরে বড় হলে জেনেছি আদিবাসী মানে ঐ জংলী আর পাহাড়ীরা । আদিবাসীর নৃতাতি্বক সংজ্ঞায় হযতো এটা ভুল কিন্তু সরল বালকের মনে গেথে যাওয়া চিত্রবোধ, বুদ্ধি আর জ্ঞানের আচড় কতটুকু মুছে দিতে পারে?
এর পরের বাকী জীবনভর এই শহুরে নাগরিক ফাঁসে আটকে পড়া জীবনে এক টুকরো মুক্তি - আদিবাসী জীবনের স্পর্শ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



