কেনইবা তুমি আসো ? দুঃখের খেরো খাতায় স্বপ্নের আকিবুকি ভাসাতে?
জীবনানন্দ দাশের কথা বলছো?
দাম্পত্য বিসুখে কবিতার ছল কি তার দাম্পত্য সুখের কাল্পনিক আশ্রয়? কোন কথা যে মনে হয় কোন কথার পরে সে কথা কবিতার মতই পরম্পরা সম্পর্কশূন্য। কবিতা কি বিলাপ মনের খেয়াল?
রাতে খুব বাতাস উঠেছিল। রিকসায় বাড়ি ফেরার রাস্তায় চুল উড়ছিল পাগলের প্রলাপের মতো। চুলের কথা মনে পড়তেই নজরুলের কথা মনে হয়। কি বাবরি ছিল লোকটার মাথায়। সময়ে মানুষের কিনা ঘটে। নজরুলের শেষ বয়সের ছবিটা মনে পড়ে - কি অসহায় একটা অথর্ব কাঠামোয় বড় বড় দুটো জ্বলন্ত চোখ। নজরুলের চুলের মতো না হোক তোমার চুলের মতো কিছু কারো দুঃখ আমারো ছিল। বাতাসে তবু চুল ওড়ে কিন্তু দুঃখ ওড়ে না। আহা! দুঃখ কেবলই ইদুরের ভাগাড়। কেবলই জমা হয় -খরচের খাতায় শূন্য। দুঃখ প্রফেসর আবদুর রাজ্জাক সৈয়দ আলী আহসান সম্পর্কেখুব ইন্টারেস্টিং মন্তব্য করেছিলেন জানেন।
সৈয়দ আলী আহসান এই সময়ের সময়ের সবচেয়ে শার্প এসথেটিঙ্ সেন্সের লোক যে মিছা কথার টান না পড়লে হাছা কথা কয় না।
তোমাকে এখন সৈয়দ আলী আহসানের মতো মনে হয়।
দুঃখের মেঘ না ভাসিয়ে সুখের সূর্য ওঠাতে পারো না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



