আমার মতই নির্ঘুম আছো কিনা জানিনা
তবুও বলছি শোনো,
পৃথিবীর সবচেয়ে পুরোনো রাতটির
আমার জানালার বাইরে বেড়েই চলছে।
যদিও তুমি পাশে নেই ,
বাতাস আমার চুল নিয়ে খেলা করে
নক্ষত্রগুলো জোনাক সাজে
আকাশের কোলে জ্বলে।
পৃথিবীর সবচেয়ে পুরোনো গল্পটির
সমাপ্তি ঘটেছে,
তার খবর এই বাতাস আর নক্ষত্র রাখেনা
কেবল ঘুমপরীটি জানে।
পৃথিবীর সবচেয়ে পুরোনো স্বপ্নটি
ভেঙে গেছে তাই,রাতভর জাগি আমি
হয়ত বা তুমিও,ভালোবাসা রয় শুধু
আমাদের ভেজা চোখের পাতায়,আর সমাপ্তিতে।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




