
গত জাতীয় নির্বাচনে বাংলাদেশের রাজনীতিতে মৌলিক কিছু পরিবর্তন এসেছে। রাজনীতিতে একাডেমিকস এর আধিপত্য বেড়েছে অনেকাংশে। আওয়ামী লীগ প্রথমবারের মতো সফলভাবে মার্কেটিং কার্যক্রম চালিয়েছে, এবং "ডিজিটাল বাংলাদেশের" মতো জনপ্রিয় ধারনার জন্ম দিয়েছে।
আমেরিকার মতো দেশে নির্বাচন নিয়ে প্রচার প্রচারনা শুরু হয় নির্বাচনেরও বছর দুই আগে। ২০০৮ এর ওবামা তার ক্যাম্পেইন শুরু করেছিলেন ২০০৫এ। কারন তারা প্রসেস ও ইভেন্টের পার্থক্য বুঝেন, এবং তাদের রাজনীতিতে একাডেমিক এপ্রোচ অনেক বেশি।
বাংলাদেশে গত নির্বাচনে আমরা যা দেখেছি, তা একটি অধ্যায়ের সূচনা মাত্র। আওয়ামী লীগ হয়তো এখন প্রসেস ও ইভেন্টের মাজেজা বুঝতে পারছে। কারন আমরা দেখছি, তারা "ডিজিটাল বাংলাদেশ" ধারনাকে একটি প্রসেসের মাধ্যমে মানুষের মনে position করানোর চেষ্টা করছে (এবং আমি বলবো, তারা সঠিক পথেই এগুচ্ছে)। বুঝা যাচ্ছে আওয়ামী লীগ এতে সাফল্য পাবে (তবে কিছু র্শত আছে, সেই শর্তগুলো নিয়ে আরেক পোস্টে কথা বলবো)।
বিএনপি'র কি অবস্থা??
হ্যা, তারাও মার্কেটিংএর গুরুত্ব বুঝতে পারছে। গেল কাউন্সিলে তাদের প্রচারনা ও আয়েজন তার প্রকৃষ্ট প্রমান। তারা কি একাডেমিক আচরন করছে? এই প্রশ্নের জবাব দেয়ার জন্য কয়দিন সময় লাগবে। কারন তারা কাউন্সিল নিয়ে যা করেছে, তা শুধুমাত্রই ইভেন্ট। প্রসেস না। তবে তারা চাইলে একে প্রসেস এ রূপ দিতে পারে। একটা ক্লু দেই। গত নির্বাচনে তাদের স্লোগান/ফোকাস ছিল, "দেশ বাচাঁও, মানুষ বাচাঁও"। এবারের কাউন্সিলে তাদের স্লোগান ছিল, "নানান মানুষ নানান পথ, দেশ বাচাঁতে ঐক্যমত।" একটা ধারাবাহিকতা আছে ফোকাসে। এটা আশার খবর। এছাড়া এবারের কাউন্সিল ক্যাম্পেইনে তাদের কাজ যথেষ্ঠ মান সম্পন্ন হয়েছে। তবে কিছু একাডেমিক মিসটেইক ও ছিল (এই ভুল গুলো নিয়েও একটা পোস্ট দেব শিঘ্রই)।
প্রসেস ভার্সেস ইভেন্স এ ফিরে আসি।
=> প্রসেস হলো একঝাঁক ইভেন্টের সমন্বয়। এসব ইভেন্টে সামঞ্জস্য থাকে। কন্টিনিউটি/ধারাবহিকত থাকে। এবং একটা সেন্ট্রাল গোলের দিকে নিয়ে যায়।
=> ইভেন্ট হতে পারে বিচ্ছিন্ন ঘটনা, হতে পারে প্রসেসের অংশ। কোন মার্কেটিং ক্যাম্পেইনে বিচ্ছিন্ন ঘটনা না থাকাই ভাল, প্রসেস বেজড হওয়া উচিত।
=> প্রসেস থেকে তাৎক্ষনিক ফলাফল আশা করা উচিত না। কারন, পাওয়া যাবে না। সোনার ডিম পাড়া হাঁসের গল্প কে না জানে!
=> ইভেন্ট থেকে ইন্সট্যান্ট ফলপ্রাপ্তির আশা করতে দোষ নেই।
সবশেষে এটাই আশা করি, বাংলাদেশের রাজনীতি ইভেন্ট বেজড না হয়ে প্রসেস বেজড হয়ে উঠুক।
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





