দড়ি ধরে দেব টান/ফাঁসি দিয়ে নেব জান,
এমন রায় দিলো কে/কসাইটাকে ঝুলিয়ে দে,
নিজামী-মুজাহিদ ভাই ভাই/এক রশিতে ফাঁসি চাই,
জামায়াত-শিবির রাজাকার/রক্ত চোষা জানোয়ার,
আমরা আছি থাকব/সুখে দুখে লড়বো,‘
কোন আঁতাতে এমন রায়/দেশের মানুষ জানতে চায়’,
‘মেহেরুন্নেসা ক্ষমা চাই/ফাঁসির কোনো বিকল্প নাই’,
‘ট্রাইব্যুনালের ছাড় নাই/কাদের মোল্লার ফাঁসি চাই’,
‘এমন রায়ে কাঁদছে চোখ/আমার না হয় ফাঁসি হোক’,
শহীদের রক্ত /আপোসরফা করে না,
এসো ভাই এসো বোন/গড়ে তুলি আন্দোলন,
জ্বালো জ্বালো/আগুন জ্বালো,
ফাঁসি ফাঁসি ফাঁসি চাই/কাদের মোল্লার ফাঁসি চাই,
মুক্তিযুদ্ধের বাংলায়/কাদের মোল্লার ঠাঁই নাই,
কাদের মোল্লার কবর হবে/পাকিস্তানের মাটিতে,
রাজপথের সংগ্রামে/কথা হবে স্লোগানে।
ধন্যবাদ জানাই শাহবাগে সাইবার যুদ্ধ পেজ কে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




