ছাগুঃ সাগর রুনি হত্যা,বিশ্বজিৎ হত্যার কথা বাদ দিয়া রাজাকারদের জন্য এত লাফান ক্যান?
আমিঃ আপনি কি প্যান্টের উপর আন্ডারওয়্যার পড়েন?
ছাগুঃ না
আমিঃ প্যান্ট এর উপর যেমন আন্ডারওয়্যার পড়া যায় না, ঠিক তেমনি রাজাকারদের বিচার আগে ,
বাকিগুলা এর পর করতে হবে তানাহলে প্যান্ট এর উপর আন্ডারওয়্যার পড়ার মত অবস্থা হবে।
ছাগুঃ ৪০ বছর আগের ইতিহাস নিয়া এত লাফানের কি আছে?
আমিঃ আপনার মা'কে কেউ অপমান করলে আপনি কি ভুলে যাবেন...
ছাগুঃ না
আমিঃ তাহলে আমরা কিভাবে ভুলি রাজাকাররা এত মা,বোনকে ধর্ষণ করছিল...আর আসল কথা হচ্ছে সারা দেশটাই "মা"...ওই মায়ের সাথেই রাজাকাররা বেঈমানি করছে।
ছাগুঃ সাঈদি ত রাজাকার না,তাইলে তার ক্যান ফাঁসি হইব?
আমিঃ হ ভাল কথা কইছ...হে রাজাকার না খুব ভালা মানুষ...হে যুদ্ধে সময় খালি মেশিন চালাইছে...
ছাগুঃ সাঈদিরে ফাঁসি দিলে...ঘরে ঘরে আগুন জ্বলবে...
আমিঃ আমার পাশের বাড়ীর ভাবী প্রতিদিনই এই হুমকি দেই, আর রান্নাঘরে যেয়ে আগুন জ্বালাই :প :প

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




