ইংরেজি শেখা কতোটা প্রয়োজন তা আর বলার অপেক্ষা রাখে না। প্রাইমারি থেকে শুরু করে চাকুরির পরীক্ষা-- প্রায় সর্বস্তরেই ইংরেজি শিক্ষার গুরুত্ত সম্পর্কে ছোট বড় রচনা লিখেছেন বা পড়েছেন। আর তাই গুরুত্বের দিকে যাচ্ছি না ।
Listening English- শেখার জন্য ইংরেজি শো্না খুবই জরুরি। এ ক্ষেত্রে বিবিসিকে standard বা আদর্শ ধরা হয়ে থাকে। বর্তমানে BBC English এফ এম তরঙ্গেও শোনা যায় আর এর জন্য কোন অর্থ ব্যয় করতে হয় না। কিন্তু তা সারা দিন জুড়ে শোনা যায় না। শুধুমাত্র একটা নির্দিষ্ট সময়ে শোনা যায়। তাছাড়া এফ এম-এ শুধুমাত্র সংবাদ শোনা যায়। বিবিসির অন্যান্য রেড়িও চ্যানেল, যেমন- গান, সরাসরি খেলা, নাটক ইত্যাদি কেবলমাত্র ইন্টারনেট থেকেই শোনা যায়। কম্পিউটার থেকে এ কাজটি খুব সহজেই করা যায়। তবে আপনি চাইলে এ কাজটি আপনার স্মাট ফোন থেকেও করতে পারেন। এখন বলছি কিভাবে করবেন।
আপনার স্মাটফোন অর্থাৎ Symbian ফোনের WAP বা Web ব্রউজারে লিখুন--
http://www.bbcradio.mobi
আপনি বিবিসি রেড়িওর অনেকগুলো লিংক দেখতে পাবেন। যেকোন একটিতে ক্লিক করুন আর শুনতে থাকুন। আপনার মোবাইলের RealPlayer- এর মাধ্যমে চ্যানেলটি বাজতে থাকবে। আপনি চাইলে এ কাজটি সরাসরি আপনার মোবাইলের RealPlayer থেকেও করতে পারেন। তবে মনে রাখবেন আপনার যেন আনলিমিটেড ইন্টারনেট প্যাকেজ থাকে। তা না হলে আপনার ব্যালেন্স এক মিনিটেই ফুতুর !
তো, শুনতে থাকুন সংবাদ, গান, লাইভ খেলা আর নাটক, আর সমৃদ্ধ করুন আপনার Listening power। ও ভালো কথা, ইংরেজি শিখতে গিয়ে কখনো কোন সমস্যার সম্মুখিন হলে এই অধমকে স্মরণ করতে পারেন। আপনাকে সাহায্য করার সর্বাত্বক চেষ্টা করবো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





