পাইছি
গত অগাস্ট মাস থেইকা অপেক্ষা করতে করতে আমি আজ সোস্যাল স্টাটাস পাইলাম
সবাইরে গনহারে পিলাস দিমু এই উপলক্ষে!!
আপনাগো কারো কিছু আলাদা দাবী থাকলে আবদার করেন!!
আইজকা কোন কিছুতে মানা নাই
তেলাপোকারে অহন থেক্কাইকা পোষা প্রানীর মর্যাদা দেয়া হোক! ব্লগে আইস্সা আমার পরথম অনুভুতি এইডাই। আমার দাবির পক্ষে নীচের যুক্তি তক্কো পেশ করা হইলো--
১। আমার দীর্ঘকাল আপনাগো ঘরে থাকি। সেই বিরটিশ আমল থেইক্কা (আমাগো সবচেয়ে দূরের আমল হইল বিরটিশ আমল )
২। আপনাগো খানা খাইয়াই আমরা বাইচ্চা থাকি! (ইচ্ছায় কিম্বা অনিচ্ছায়)
৩। আপনাগো জামা কাপড় মানিই আমগো জামা কাপড়!
৪। আমরা বংশ পরম্পড়ায় আপনাগো সেবা করি!
৫। আমাদের দেখলেই আপনারা মুখ দিয়া নানা উত্তেজনাকর শব্দ করেন! (আদর কইরা কিনা হেইডা কইতাম ফারি না)
এই সব যুক্তিতেও যদি কাম না হয়!! তাইলে কিন্টুক কইলাম ধর্মঘট..
সর্বশেষ এডিট : ১২ ই মে, ২০০৯ বিকাল ৫:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




