
দেখতে দেখতে চলে গেল একটি বছর!! কী দ্রুতই না সময় চলে যায়?! হেনা ভাই আমাদের মাঝে নাই আজ ১ বছর হয়ে গেল - গতকাল (০১/০৪/২০২২) ছিলো তাঁর ১ম মৃত্যুবার্ষিকী। অনেক স্মৃতি তাঁর সাথে, অনেক কথা যা বলে শেষ করা যাবে না। মূলত হেনা ভাইয়ের সাথে পরিচয় সামু ব্লগে - সামু-পাগলা এর আড্ডাঘর - এরপর কখন যে আমাদের বয়সের তফাৎকে পাশ কেটে শুধু আন্তরিকতার টানে একাত্মা হয়ে গেছি আমরা ক'জন(পুলক ঢালী ভাই,সুজন ভাই, উম্মে সায়মা আপু, রবিন ভাই, ফাহিম সাদি ভাই ), তা বলতে পারি না - আর সব কিছু ছাপিয়ে তাঁর লেখা আত্মজৈবনিকমূলক উপন্যাস "স্বপ্ন বাসর""স্বপ্ন বাসর" বইটি আমাদেরকে নিয়ে এসেছিলো একদম কাছাকাছি। পুলক ঢালী ভাই এ ব্লগে হেনা ভাইয়ের মৃত্যুতে লিখেছিলেন এ লেখাটি - আপনারা পড়ে দেখতে পারেন - এতে হেনা ভাই সম্পর্কে কিছুটা ধারনা করতে পারবেন - আবু হেনা মোহাম্মদ আশরাফুল ইসলাম আমাদের প্রিয় হেনা ভাইয়ের মহা প্রয়াণ।
হেনা ভাইয়ের সাথে ২০১৮ এর শুরুর দিকে রাজশাহী গিয়ে দেখা করে এসেছিলাম - সে সময়ের তোলা কিছু ছবি শেয়ার করলাম - (ভিডিও থেকে নেয়া বলে রেজ্যুলেশন ভালো নয় - তারপরও স্মৃতি বলে কথা...)
১/ হেনা ভাইয়ের বাসায় আমরা

২/ হেনা ভাই

৩/ হেনা ভাইয়ের নাতনী - আমাদের নয়নতারা

৪/


৬/



তাঁরই প্রিয় একটা গান - একসময় শেয়ার হয়েছিলো আড্ডায় - জানি একদিন আমার জীবনী https://www.youtube.com/watch?v=HEiX6tqSPH8
আসলে অনেক কথা বলার আছে - সব কথা কী বলে শেষ করা যাবে?
তাঁর মৃত্যুদিনে তাঁকে স্মরন করি শ্রদ্ধাভরে - যেখানে থাকুন - ভালো থাকুন প্রিয় হেনা ভাই।
মহান আল্লাহ যেন তাঁকে বেহশত নসীব করেন - আমীন।
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০২২ সকাল ১০:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


