জাতী আজ খুউবি বাজে ধরনের একটা সময় অতিক্রান্ত করিতেছে। চরিদিকে হিউমিডিটি কম। কেমন যেন একটা শুকনো শুকনো ভাব জড়িয়ে আছে বাতাসে। বৃক্ষ থেকে ক্রমাগত ঝরিয়া পরিতেছে শুকনো পাতা।
অথচ, পিলুর আচরণে আমরা ভাবিয়াছিলাম বাতাসে হিউমিডিটির পরিমাণ মারাত্মক সিরিকাস। হায় কপাল। ভাবী এক আর হয় আরেক। শেষের দুইদিন ব্লগে আদ্রতার পরিমাণে সাংঘাতিক রকমের স্বল্পতা দেখা দিয়াছে। দেশী বিদেশী পত্রিকায় এই বিষয়ে ব্যাপক লেখালিখি চলিতেছে। ঐতিহাসিক বাংলা ব্লগ পারায় আজ হাহাকার। ও লুল ও লুল তুমি কোথায়।
দেশের পত্রিকা গুলো ললনা অফিসের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে বাতাসে হিউমিডিটি জটিলতায় দেশীয় লুল কিছুটা শুকাইয়া যাইলেও যাইতেই পারে। তাহা ব্যতিরেকে অস্ট্রেলিয়াতেও দাবানলে বিশ্ব লুল কিছুটা শুকাইয়া যাইতে পারে বলিয়া বিশেষ বিশেষ অজ্ঞরা কিনচিত ধারণা করিলে আমাদের কিছু মনে করার নাই।
তবে হতাশ হওয়ার কিছুই নাই। হতাশ হইলে নাকি আয়ু কমিয়া যাওয়ার সম্ভাবিলিটি দেখে দিতে পারে। সেই জন্য লুলদের অভিধানে হতাশা বলিতে কোন শব্দ কখনই দেখা যায় নাই। ঝাঁপাইয়া পড়াই তাদের মূল মন্ত্র।
বসন্ত সন্নিকটে। লুলেরা সার্বিক প্রস্তুতি সম্পন্ন করিয়াছে বলিয়া বিশ্বস্ত সূত্রে প্রকাশ পাইয়া গিয়াছে। আর তাই শুধু আপনাদের জন্যই আগামী বসন্তে নতুন সাজে আসিতেছিল “লুলাইয়া মুলাইয়া একখানে"।
সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




