ডিজিটাল ঘড়ির এলার্মটা এখনো বেজে চলেছে...বিছানা থেকে উঠার শক্তি বা ইচ্ছা কোনোটাই নেই। শরীরটা বিছানায় কিন্তু মনটা পডে আছে দেশে। জন্মভূমি, জন্মস্থানের এই করুন অবস্হায় নিজের উপর কেমন যেন একটা ঘৃণা ভর করছে।
দূর্নীতি, অমানুষিকতা, মিথ্যাচার, পরনিন্দা, মারামারি এবং হানাহানি আমাদের জাতিগত পরিচয়ের অবিবেদ্য অংশে পরিনত হচ্ছে।
গত ছয় ঘন্টা ধরে ঘুম নেই চোখে। নিজের বাবা এবং ভাইয়ের খবর নিলাম এইমাত্র। হ্যা, তারা সুস্হ আছে কিন্তু কত ভাই, বোন যে আজ দুর্নীতি এবং অসততার কাছে প্রাণ দিল তা এখনো নিশ্চিৎ হতে পারলাম না।
এভাবে আর কত?
সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০১২ দুপুর ১২:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




