আমার একজন আপনজনের স্তনে একটি লাম্প অথবা টিউমার ধরা পড়েছে। উনি এখন চট্টগ্রাম শহরে আছেন।
যদিও এই সপ্তাহে উনি Dr Khondker A K Azad সাহেবের সাথে যোগাযোগ করবেন, আপনারা যদি পূর্ব অভিজ্ঞতার আলোকে কিছু উপদেশ দিতেন তাহলে চিকিৎসার প্ল্যানটা করা যেত।
আমি দুর্ভাগ্যবশত দেশের বাহিরে, এখনও বোঝতে পারছিনা পরবর্তী পদক্ষেপ কি হবে।
অনুগ্রহ করে নিচের বিষয়ে আপনার মতামত দিন:
১) চট্টগ্রাম অথবা ঢাকায় কোন Dr/hospitals আপনি সাজেস্ট করবেন?
২) যদি ক্যান্সার ধরা পরে, আপনি কি মনে করেন দেশের বাহিরে নিয়ে যাওয়া অত্যাবশক?
৩) এই ব্যপারে দেশে চিকিৎসা কি করিয়েছেন, তাহলে আপনার অভিজ্ঞতা কি রকম? কোনো উপদেশ/টিপস্?
৪) উনাকে কোন ধরনের বিশেষজ্ঞ দেখালে ভাল হয়?
দোয়া করবেন যাতে ক্যান্সার ধরা না পরে অথবা প্রাথমিক পর্যায়ে থাকে।
আপনাদের সাহায্যের জন্য আগাম ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০১৬ ভোর ৬:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




