আবার লিখতে হচ্ছে। অবস্হা সুবিধার না। আমার মায়ের ক্যান্সার ধরা পরেছে।
এটি হল Invasive Ductal Carcinoma Grade 1.
আপনারা কি দয়া করে কিছু অভিজ্ঞতা শেয়ার করবেন।
জানতে চাই যে কোন হসপিটাল থেকে চিকিৎসা নিলে ভাল হয়? বিদেশে নেয়ার ইচ্ছে আছে তবে প্রাথমিক সার্জারিটা দেশ থেকে করালে ভাল হয় যেহেতু এটা ইনভেইসিভ। রোগী এখন চট্টগ্রামে কিন্তু ঢাকাতেও চিকিৎসা করানো যেতে পারে।
আমি যেহেতু অনেকদিন ধরে প্রবাসে, দয়া করে বলবেন কি বাংলাদেশে চিকিৎসা করানোর ক্ষেত্রে কি কি বিষয়ে সচেতন থাকতে হবে?
মতামতের জন্য আগাম ধন্যবাদ।
বি:দ্র: আমার আগের পোস্টে অনেক সাড়া পেয়েছি, আমার আরও কিছু মতামত দরকার যেটি আমাকে প্ল্যানিং করতে সাহায্য করবে।
সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




