আমাদের সবাইকে ভুল বোঝে অন্য সবাই।
ওরা বলে, "লড়ছো?...স্রেফ বোকার মত!"
যুক্ত করে, "অসম্ভব! এই হাবার দল ছোঁবে না আকাশ।"
স্পষ্টই দেখি অন্তরালের গলদ
বড় বোয়ালের সাথে তাল মেলানো চলছে জবরদস্ত
প্রায়ই মনে হয় আমরা নিরুপায়।
লড়বার রসদ খুঁজতে গিয়ে দিশেহারা।
তাই, অপেক্ষায় রয়েছি
কখন বদলাবে বিশ্ব!
অপেক্ষায় আছি
কবে দেখবো দিনবদলানো বিশ্ব!
ওদের দখলে সব তথ্য
যেভাবে ইচ্ছে
ওরা তথ্য মোচড়ায়...
লাভ কি হয় সেভাবে?
ভবিষ্যত প্রজন্ম
শাসক হবে-একদিন।
সেই দিনটির অপেক্ষায় আমরা সকলে...প্রতিদিন।
বদলাবেই...পাল্টাবেই...বিশ্ব।
কথা ও সুর : জন মায়ার
ছবি : দ্যা ভিশনস্ অফ কাই
অনুবাদ: তৌফিক আহমেদ
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




