১. তোমার সংসারে আমি কি পেলাম.......................................
২. আমি বলে তোমার সংসার করছি অন্য কেউ হলে.....................
৩. তোমাকে আমি ভাল করেই চিনি...........................................
উপরোক্ত কথা গুলো স্বামীদেরকে প্রায় সময় শুনতে হয়। স্বামীদের পকেট খালি করতে পারলেই বউরা খুশী হয়। তারা বুঝতে চাইনা যে স্বামীকে কত কষ্ট করে সংসার চালাতে হয়। আমরা পুরুষরা কত কষ্ট করে তাদেরকে সাজিয়ে-গুছিয়ে রাখার চেষ্টা করি কিন্তু তারা কোন ভাবেই বুঝতে চাইনা। তারা শুধুমাত্র অপরের স্ত্রীরা কি কিনছে কি করছে তাই দেখে থাকে। আমার তো মনে হয় স্বামী-স্ত্রীর সম্পর্ক অনেক গভীর, দুজন শুধুই দুজনার। অনন্তকাল একি ছাদের নীচে বসবাস করতে হয়। যা একমাত্র আল্লাহ তায়ালা বিশেষ রহমতের কারনেই হয়ে থাকে। সংসারে অভাব-অনটন, ভূল-বুঝাবুঝি থাকবেই। তবে স্ত্রীদেরকে স্বামীর সঠিক উপার্জনের উপর সন্তুষ্ট থাকতে হবে। স্বামীকে অসৎ উপায়ে উপার্জন করতে বারণ করতে হবে। সব সময় সৎ থাকতে উৎসাহিত করতে হবে। নামায পড়তে বলবে। সিগারেট খেতে বারণ করবে। অন্য কোন নারী থেকে দুরে থাকতে বলবে। এটাই একজন স্ত্রীর গুনাবলী হওয়া উচিৎ।
সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০১০ সকাল ১১:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




