আমাদের কথা সাহিত্যে এক অনন্য নাম শহীদুল জহির। মাত্র তিনটা উপন্যাস আর তিনটি ছোট গল্প গ্রন্থ দিয়েই দারুণ মনোযোগ কেড়ে নিয়েছিলেন এ দেশের বিদগ্ধ পাঠক সমাজ, সাহিত্য অনুরাগীদের। দুর্ভাগ্য, তার সৃষ্টির সেরা মুহুর্তেই অকাল প্রয়াণ ঘটলো তার। মাত্র ৫৬ বছর বয়সে থেমে গেল তার কলম।
এই শহীদুল জহিরকে নিয়ে বিশেষ সংখ্যা বের করেছে শালুক। শহীদুল জহীরের লেখা, শহীদুল জহিরকে নিয়ে লেখায় সমৃদ্ধ এ সংখ্যাটি শহীদুল জহিরকে চিনতে জানতে বুঝতে পাঠকদের সহায়তা করতে পারে।
এ সংখ্যায় শহীদুল জহিরকে নিয়ে লিখেছেন: হাসান আজিজুল হক, জ্যোতিপ্রকাশ দত্ত, মুহম্মদ সবুর, মামুন হুসাইন, ইমতিয়ার শামীম, মহীবুল আজীজ, শাহাদুজ্জামান, ফয়জুল ইসলাম, মুজতবা আহমেদ মুরশেদ, সাদ কামালী, কামরুজ্জামান জাহাঙ্গীর, কামাল রাহমান, আহমাদ মোস্তফা কামাল, মিহির মুসাকী, মুজিব ইরম, মামুন মুস্তাফা, ওবায়েদ আকাশ, কাজল রশীদ শাহীন, অনন্ত মাহফুজ।
শহীদুল জহিরের লেখা
উপন্যাস: জীবন ও রাজনৈতিক বাস্তবতা
গল্প: কার্তিকের হিমে, জ্যোৎস্নায়
একটি দীর্ঘ সাক্ষাৎকার
এবং অন্যান্য
পাবেন বইমেলায় লিটল ম্যাগ চত্ত্বরে এবং আজিজ মার্কেটের জনান্তিকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



