নির্মাণ চলতি সংখ্যায় (ফেব্রুয়ারি ২০০৯) প্রকাশিত হয়েছে কলকাতা নিবাসী কবি শঙ্খ ঘোষের সদ্য লেখা বেশ কয়েকটি কবিতা। তার মধ্য থেকে একটি তুলে দিচ্ছি আপনাদের জন্য।
পথ
শঙ্খ ঘোষ
বাঁকের পর বাঁক পেরিয়ে, বাঁকের পর বাঁক পেরিয়ে
কেবলই ভুল নিশানের দিকে চলতে চলতে
সকলেরই কাছে গিয়ে বসি
সকলেরই সঙ্গে কথা বলি
বলি: হ্যাঁ, ঠিক, তাই তো!
আর সেই সঙ্গে
অস্ফুট উত্তর নিয়ে গড়িয়ে যাই আরো একটা ভিন্ন কোন ভুলে।
তারপর ভাবি
সবকিছুরই শ্বাস প্রশ্বাস পেতে পেতে
ঠকতে ঠকতে
অনিশ্চয়রের এই দ্বিধাময় চলা
হয়তো বা এও এক আরক্তিম বহুমুখ পথ
অনিবার্য বন্ধুরতাময়
এই-বা কী কম!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



