বেশ অনেকদিন ধরে লিখবো লিখবো ভাবছিলাম সরকারের দেশিয় মিডিয়া
প্রতিষ্ঠানগুলোর উপর অযৌক্তিক (?!) রাজনৈতিক আগ্রাসনমুলক বন্ধ করে দেয়ার প্রবনতার উপরে । আজকে ফেসবুকে সহ ব্লগার এবং সাবেক রেংকসটেল কর্মী রোহানের একটা স্ট্যাটাস দেখে নিজেকে আর সামলাতে পারলাম না । রোহানের স্ট্যাটাসটা এরকমঃ "
Rohan Uddin Fahadঃ পাঁচটি পিএসটিএণ, দুটি টিভি চ্যানেল অত:পর আমার দেশ পত্রিকা..বন্ধের মিছিল আর কত লম্বা হবে কে জানে..দরিদ্র এই দেশে হুট করে বেকার হয়ে যাবার যন্ত্রনা কি ভয়াবহ সেটা কেবল যার চাকরী যায় সেই জানে..তিন চার হাজার পরিবারে গড়ে চারজন করে ধরলেও বারো থেকে ষোলো হাজার লোক..কোটি মানুষের দেশে এই কয়টা লোক মরলেই কি আর বাঁচলেই কি..আফসোস দেশে ফেসবুকের জন্য যতজন মাঠে নামে, যত কলামিষ্ট কলাম লেখে তার এক শতাংশও এই যোলো হাজার লোকের পাশে নেই..
একের পর এক মিডিয়া বন্ধ করতেছে সরকার । সরকারের সাথে গাটছড়া আবার এখন উচ্চ আদালতের । যাদেরকে আমরা জনগন লাস্ট রিসর্ট হিসাবেই জানি । রাজনৈতিক সরকার না হয় রাজনৈতিক দ্বেষ প্রসুত হয়ে নানান অপকর্ম করতে পারে । কিন্তু তাই বলে আমাদের আদালত এই সব রাজনৈতিক সিদ্ধান্তগুলোকে কি করে বৈধতার সীলমোহর দেয় ? আচ্ছা ধরে নিলাম একটা প্রতিষ্ঠান কোন অন্যায় করেই ফেলেছে । দিন চরম অর্থ দন্ড । আদায় করুন অনেকদিন ধরে । কিন্তু সেটা না করে প্রতিষ্ঠানকেই বন্ধ করে দেয়ার কি যৌক্তিকতা ??বেসরকারী প্রতিষ্ঠানগুলি সমপুর্ন নিজ উদ্দোগে কিছু বাড়তি চাকরীর বাজার তৈরি করছে এই দুই দশক ধরে যা সরকারী চাকরীর বাজারের তুলনায় বহুগুনে বেশী সমৃদ্ধ ।একেতো নিজেরা দিতে অক্ষম তার উপরে কেউ করতে চাইলে এরকম কুঠারাঘাত ?? এই যে এই কয় বছরে যে কয়টা প্রতিষ্ঠান ব্ন্ধ করেছেন একবারও কি ভেবেছেন ঐ প্রতিষ্ঠানগুলির বেকার হয়ে পরা কর্মীদের কথা । তাদের উপর নির্ভরশীল পরিবারের বাকি সদ্যদের কথা ?
আপনাদের সিদ্ধান্তগুলি নেবার সময় এই মানবিক দিকগুলি কোথায় থাকে ??? এই দেশটা কি কেবল রাজনৈতিকদের যে আপনাদের সিদ্ধান্ত কেবল রাজনৈতিক ঘেসা হবে ??
নাহ । এই দেশ আমাদের । আপামর জনগনের । এবং আপনাদের যে কোন প্রকারের কর্মকান্ডে আমাদের ইচ্ছা আকাংখাগুলিই আমরা দেখতে চাই । যেখানে আপনাদের গুটিকয়েক রাজনীতিবিদের স্বার্থ নয় মানবিকতাই প্রাধান্য পাবে । এখনও সময় আছে । যা ভুল করেছেন তা শোধরে ফেলুন । নয়ত তিনটি টিভি চ্যানেল পাচটি পিএসটিএন ফোন কোম্পানী একটি দৈনিক পত্রিকার কয়েক হাজার কর্মি এবং তাদের পোষ্য এবং প্রতিষ্ঠানগুলোর সাথে রিলেটেড কয়েক লক্ষ মানুষের নিরন্তর ঘৃনা এবং অভিশাপ ভোগ করতে হবে অনন্তকাল ।
আর আমরা এসব অমানবিক দৃশ্যের দর্শকরা বলবো
এখন এটা পানির মত পরিষ্কার যে এই সরকারও ছাগবান্ধব

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




