বেশ অনেক দিন পর দাদুবাড়িতে আসলাম । আমি, আব্বু আর সাগর। সবার সাথে দেখা-সাক্ষাৎ, কুশল বিনিময় শেষে কাজিন গুলারে নিয়া আড্ডা দিচ্ছি । টপিকবিহীন আড্ডা । এটা-ওটা-সেটা নিয়ে কথা বলতে এক সময় উঠলো সাঁতার প্রসঙ্গ । আমরা আবিষ্কার করলাম আমাদের চৌদ্দ গুষ্টিতে আমিই ওয়ান পিস যে সাঁতার জানে না । এমনকি আমার ছোট ভাই সাগরও গত বর্ষায় ভেসে থাকতে শিখে গেছে । খুবই লজ্জার কথা! সবাই ঠিক করলো আমাকে সাঁতার শেখানো হবে এবং সেটা এখনই ।
![]()
বাহিনী নিয়ে আমি চললাম আমার দাদুবাড়ির পিছনের পুকুরে । সাঁতারে ব্ল্যাক বেল্ট স্বর্ণা আমাকে অভয় দিলো, ''ভাইয়া, কোন ভয় নাই। এখানে গলা পানি - সো তুমি ডুবে যাবে না।'' নাসির ভাইয়া তেলের শিশি ধরিয়ে দিয়ে সেটা গায়ে মেখে নিতে বলল। আমি লুঙ্গি কাছা মেরে গায়ে তেল মেখে একটা কলসি সাথে নিয়ে নেমে পড়লাম পুকুরে।
শফি চাচা কিছু প্রাক সাঁতারীয় টিপস এন্ড ট্রিকস দিলেন। আমি কসরত শুরু করলাম।
............ ......... .............
দীর্ঘ ২ ঘন্টা পরে আমি আবিষ্কার করলাম আমার অগ্রগতি যৎসামান্য । অতি কষ্টে ভাসতে পারি। তবে ইতোমধ্যে হাফ লিটার খানেক 'পাট জাগ দেওয়া পঁচা পানি' খেয়ে ফেলেছি । ঠিক তখনই ঘটনাটা ঘটলো...
হঠাৎ আমি আমার পেছনে একটা চের চের ধরনের শব্দ পেলাম।
ক্ষণকতক হতবুদ্ধি ছিলাম। সে রেশ কাটতেই বুঝলাম আমি এক নম্বর সেরে ফেলছি। লুজ মোশন এতটাই লুজ যে আমি টেরও পাই নি!!!
ঘটনা চেপে গিয়ে তাড়াতাড়ি পানি থেকে উঠে এক দৌড়ে ওয়াশ রুমে । আর ওদের বললাম, 'আজকের জন্য এটুকুই থাক!"

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




