সেদিন বাসায় ভাগিনা- ভাগ্নি, ভাইয়ের ছেলে সহ আরো কয়েক্টা পুচকি দিয়ে সারা বাড়ি ভরে গিয়েছিলো। সবকয়টা পিসি-তে গেমস খেলতে চাচ্ছে.... কিন্তু সমস্যা হলো সবগুলো একসাথে খেলতে চাচ্ছে... কি বিপদ ! পিসিতো মোটে একটা
হাউ- কাউ দেখে আমি গিয়ে বললাম -- পোলাপাইন সব পিসির চেয়ার ছাড়ো .. আমার কাজ আছে
সব বান্দরগুলান চেয়ার ছেড়ে দিয়েছে ঠিকৈ কিন্তু সাইডে দাড়িয়ে আছে... আমি কি করি দেখার জন্য... (কি বদের বদ
ঐ মূহুর্তে পিসিতে রোড রাস চলছিলো... আমি বসেই গেমস-এর বাকিটুকু শেষ করবো বলে চালিয়ে যাচ্ছি...
ভাইয়ার ছেলে চিৎকার দিয়ে বলে কি "কাকা- পুলিশ আসছে ... লাত্থি দাও"... আর সাথে সাথে সবগুলো পিচ্চি একসাথে বলতে লাগলো... মামা ঘুসি মারো... কেউ বললো ঐ গাড়িটার সাথে ধাক্কা দাও ইত্যাদি ইত্যাদি...
দিলাম একটা লাথি... আমি অবাক হয়ে দেখলাম সবগুলো পুচকি একসাথে হা হা প গে অবস্থা...
~-~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
পাদ টিকাঃ ভাবছি... ওদের মনে পুলিশ সম্বন্ধে এমন ধারনা হলো কেন... ?
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




