হঠাৎ করে ং বর্জনের ধুম পড়েছে।কয়েদিন ধরে হঠ্যৎ করে বাঙালীর ঙ লেখার ঢং পড়েছে ।আর এইসব করে যাচ্চেন আমাদের সাংবাদিক,বিশ্ববিদ্যালয় পড়ুয়া ভাইজান আফুজানেরা।এর ঙ প্রিয়তা যে কেমন সেটার নমুনা।
একজন সাংবাদিক ভাইজানের নমুনা
এবার দেখুন উনি কয়েকদিন আগেও কিভাবে লিখতেন
একজন কবি হঠ্যৎ করে দাবী করে বসলেন বাংলাদেশ বানানটি অশুদ্ধ
কবি নির্ঝর নৈঃশব্দ্য-২ হঠ্যাৎ করে এতদিন ধরে লিখে আসা বাংলাদেশ শব্দটিকে অশুদ্ধ বলে দাবী করছেন
কিন্তু উনি আগে বাঙলাদেশ নয় লিখতেন বাংলাদেশ !!
এবং বাংলাদেশ বানান ভুল এইটা প্রমানে উনার যুক্তি দেখুন
হুমায়ুন আজাদ নাকি দেশের সর্বকালের শ্রেষ্ঠ ব্যাকরণবিদ
সংবিধানের অনুচ্ছেদ-১
বাংলাদেশ একটি একক, স্বাধীন ও সার্বভৌম প্রজাতন্ত্র, যাহা ‘‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’’ নামে পরিচিত হইবে।
সংবিধানের অনুচ্ছেদ-৩
প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা।
সংবিধানের অনুচ্ছেদ-৬(২)
বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশী বলিয়া পরিচিত হইবেন।
সংবিধানের কথা বাদ দিলাম।কারণ বাংলাদেশের সংবিধান নামে জনগনের জন্য ।কিন্তু সংবিধানের সকল সুযোগ সুবিধা পায় রাজনীতিবিদরা।মুসলমানের কোরআন হিন্দুদের গীতা আর রাজনীতিবিদদের হচ্ছে সংবিধান।কিন্তু শিক্ষিত পাবলিকদের কি হইল?উনাদের এই ঙ প্রীতি হঠ্যাৎ কইরা উতলাইয়া পড়ল কেন?অবাক করার ব্যাপার হচ্ছে যাদের এই ঙ প্রীতি তাদের ব্লগ এবং বিভিন্ন ব্লগে তাদের কমেন্টগুলো দেখে একটা ব্যাপারে সিওর হলাম উনাদের পার্বত্যা চট্রগ্রাম নিয়ে বিতর্কিত মনোভাব এবং ভারত তোষনের ব্যাপার।
সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০১০ রাত ১:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




