
গতকালই দেখা শেষ করেছিলাম...
২০২৩ সালের আমার দেখা সেরা মুভি এইটাই...
এর আগে বায়োপিক মুভিতে আমার মন কেড়েছিলো, মাত্র দুইটা মুভি...
একটা হলো, বিউটিফুল মাইন্ড...
আর দ্বিতীয়াটা হলো, ধোনি দ্যা আনটোল্ড স্টোরি...
এই দুইটা চরিত্র আমাকে এমনভাবে পর্দায় আকর্ষিত করেছিলো যে, এক সেকেন্ডও অন্যদিকে চোখ ফেরাতে পারিনি...
গতকাল দেখলাম "12th Fail" মুভিটা...
মনোজ কুমার শর্মার বায়োফিক। যিনি ভারতের একজন আইপিএস অফিসার...
মূলত উনার জীবনের সংগ্রাম ও সাকসেস নিয়েই এই সিনেমা...
মনোজ চরিত্রের সাকসেস দেখে মনে হলো, নিজের অধরা স্বপ্নগুলোই পূরণ হলো...
একজন মানুষ এত শক্তিশালী অভিনয় কীভাবে করতে পারে!
নিঁখুত অভিনয়...
আহা...
জীবনে যদি পান্ডের মতো বন্ধু, শ্রদ্ধার মতো জীবনসঙ্গী আর গৌরি ভাইয়ার মতো বড়ভাই থাকে, তাহলে কোনকিছুই অধরা থাকবে না...
সবকিছুতে সাকসেস হবেই...
দেখা শেষে মনে হলো, চোখের শান্তি দেখলাম...
সকলেই এত ভালো অভিনয় ক্যামনে করতে পারে...
আবারও বলছি, মুগ্ধ...
শেষের দিকে নিজের অজান্তেই চোখের কোণে পানি চলে আসবে, বুঝতেই পারবেন না...
সকলকে দেখার অনুরোধ জানাচ্ছি....
আপনার সময় বৃথা যাবে না...
সকলকে নতুন বছরের শুভেচ্ছা।
নতুন বছর সবার সবকিছুই সাকসেস ও আনন্দময় হোক এইটাই কামনা করি...
ছবিঃ গুগল থেকে
নয়ন বড়ুয়া
জানুয়ারি, ২০২৪
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



