অপেক্ষার দিন শেষ হল.....
৭ মাস ১ দিন পর সামুর ৭ দিন(!) শেষ হয়ে আমি অবশেষে Watch থেকে General এ
প্রতিদিনই প্রয়োজনীয় বা অপ্রয়োজনীয় পোষ্ট দিয়ে রেগুলারিটি মেইনটেন করতে হবে এমন কোন নিয়ম সামুর কোথাও চোখে পড়েনি।
ব্লগাররা সাধারণত ব্লগ লেখেন প্রতিদিন।
আমি কোন ব্লগার না।
প্রমথ চৈধুরী কোথায় জানি বলেছিলেন, "কাষ্ঠ মঞ্চে না দাড়ালে, আমাদের বক্তৃতা কেউ শুনে না।"
কিন্তু এই ডিজজজিজি টাল বাংলাদেশে কাষ্ঠ মঞ্চ কই পাবো!!!!!
তাই মাঝে মাঝে এই ভার্চুয়াল মঞ্চে আসা। এখানে আমার কথা কারো ভালো লাগবে কারো লাগবে না, কেউ বাহবা দিবেন, কেউ ছুড়বেন পঁচা ডিম।
যাই হোক আর ত্যনা না পেচাই.....
আপাতত গুডবাই.....
দেখা হবে নেকস্ট পোষ্টে....।
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০১০ দুপুর ১:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




