হারানো পাতা
আমার জীবন যেন একটি বইয়ের মতো
যার শেয় পাতা নেই
এটা ভাল হতো খুবই
যদি কিছু পাতা পেতাম
আমার বইয়ের শেষটায়
জীবনটা হয়তো আনন্দময় হতো
একটা ভরপুর নদীর মতো
যা বিরান হয়ে গেছে এখন
শুকনো বিলের মতো
যা হারিয়ে ফেলেছে জল ।
আমি হয়তো সুনাম গুলো বইতাম
সবখানে জলের মতো
জীবনটা আনন্দে, হাসিতে, খুশিতে
হতো পরিবর্তন।
আমার মন হন্যে হয়ে খুঁজে বেড়ায়
সেই চুরি করা পাতাগুলোকে নিয়ে
চিঠির বাহক তুমি চলে এসো
আমি জীবনকে নতুন করে লিখবো ।
আমি মুছে দেবো সব বিষাদ জীবনের
দয়া করে চলে এসো এখন
আমি অপেক্ষায় আছি
যদি আমি ফিরে পাই
হারানো পাতাকে
তবে শেষের জীবনটা
পুনরায় উদ্দিপ্ত হবে ।
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





