ট্রেন ভ্রমণে শেষ বিকেলে নেয়া হয়েছে ছবিটি। বাংলাদেশের রূপ। ছবিটি ২০০৯ এর মাঝামাঝিতে তোলা হয়েছে।
ছবি স্বত্ব: http://www.fazleelahi.com
হাদীস:
নিয়তের বিশুদ্ধতা
উমর ইবনে খাত্তাব (রাঃ) হতে বর্ণিত , তিনি বলেন যে, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম ইরশাদ করেছেনঃ
যাবতীয় কাজের ফলাফল নিয়তের উপরেই নির্ভর করে । আর প্রতিটি লোক (পরকালে) তাই পাবে যা সে নিয়ত করেছে । সুতরাং যে ব্যক্তি আল্লাহ ও তাঁর রসূলের উদ্দেশ্যে হিজরত (দেশত্যাগ ) করে , তার হিজরত আল্লাহ ও তাঁর রসূলের উদ্দেশ্যেই হবে । আর যে ব্যক্তি দুনিয়ার কোন লাভা-লাভ কিংবা কোন রমনীকে পাওয়ার মতলবে হিজরত করে , ফলতঃ তার হিজরত সে উদ্দেশ্যেই হবে ।”
[বুখারী, মুসলিম]
সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ১:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




