সাফা ও মারওয়া পাহাড়দ্বয়ের মধ্যবর্তী সা'য়ী করার স্থান, মক্কা মুকার্রামা। দিনরাতের সবটুকু সময়ে এ পথে হাজার বছর ধরে মানুষেরা দৌড়ে যাচ্ছে তাদের প্রভু আল্লাহর দিকে, তাঁর সান্নিধ্য পেতে। ছবিটি ২০০৮ এ নেয়া হয়েছে।
ছবি স্বত্ব: ©www.fazleelahi.com
হাদীস:
নিয়্যাতের গুরুত্ব অপরিসীম
وعن عائِشةَ رضيَ اللهُ عنها ، قَالَتْ : قَالَ النبي صلى الله عليه وسلم : (( لا هِجْرَةَ بَعْدَ الفَتْحِ ، وَلَكِنْ جِهَادٌ وَنِيَّةٌ ، وَإِذَا اسْتُنْفِرْتُمْ فانْفِرُوا )) مُتَّفَقٌ عَلَيْهِ .
وَمَعناهُ : لا هِجْرَةَ مِنْ مَكّةَ لأَنَّهَا صَارَتْ دَارَ إسلاَمٍ .
হযরত আয়েশা (রা) বর্ণনা করেন, রাসূলে আকরাম সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মক্কা বিজয়ের পর আর হিজরত করার অবকাশ নেই। তবে জিহাদ ও নিয়্যাত অব্যাহত রয়েছে। তোমাদেরকে যখন জিহাদের জন্য ডাক দেয়া হবে, তখন তোমরা অবশ্যই ঘর থেকে বেরিয়ে পড়বে। (বুখারী ও মুসলিম)
এ হাদীসের তাৎপর্য এই যে, এখন আর মক্কা মুয়াজ্জমা থেকে হিজরত করার কোন প্রয়োজন নেই। এই কারনে যে, মক্কা এখন দারুল ইসলামে পরিণত হয়েছে।
হাদীস লিংক।
সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০১০ ভোর ৪:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




