আজ ভয় পেয়েছিলাম
তোমার বাসার ওদিকে প্যান্ডেল দেখে
ভেবেছিলাম তোমার বিয়ে
অবাক হয়ে লক্ষ করলাম নিজের প্রতিক্রিয়াটুকু
এত বছর পরেও
গলা শুকিয়ে কাঠ হয়ে এলো
বুকে অস্থিরতা, ধোঁয়া শুষে নিচ্ছে
পরে হাসি আসলো আমার
বললাম 'কী হে প্রেমিক,তোমার কী হলো
এখনও কাঁদো
এখনও কাঁদতে ভুলোনি তুমি
আজ তুমি কান্নায় ভেঙে পড়ে ঊচ্চস্বরে হাসতে শেখো
শেখো যে যুদ্ধ এখনও স্বজনহারা ব্যথায় ক্ষতবিক্ষত
কাতরাচ্ছে
সে যুদ্ধের জয় নিয়ে হোলি খেলতে
সাহস নিয়ে উঁকি দিলাম ভিতরে
না।তোমার নাম নয়
হাসি আসলো আমার
অবাক!
হতোই না হয় তোমার বিয়ে
যেতেই না হয় আমার বুক মাড়িয়ে সেই বাসরে
তিক্ততা শরীরে মাখতে মাখতে
মনে করতে আমায়
কম কী?
আজ আর একটা বাসরে আমার ভয় নেই
তোমার এমন হাজারটা বাসর
আমার বুকের প্রতিটি এলভিওলাসে প্রোথিত হয়ে আছে
অনেক গভীরে
দেখতে চাওনি কোনদিন,পাবেও না
আমিও দেখাবো না
লাভ কী?
বরং ধরে বসে থাকি
জানি,একদিন তুমিও ফুসফুসে বাতাস পাবে না
ব্যথায় নীল হয়ে খুঁজবে দিগ্বিদিক,এক ফোঁটা ভালবাসা
সেদিন যদি আমার মৃতদেহ খুঁজে পাও
নিয়ে নিও;বাধা দিবো না

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




