
শুদ্ধ কিছু হয় না বলা আমার এখন
ক্রমাগত ভুল বকে যাই আপন মনে;
আবোল তাবোল এমনিভাবেই জীবন যাপন
দীর্ঘশ্বাসের নীলচে ব্যথা চোখের কোণে।
সঠিক পথে হয়নি চলা কোনদিনও
এখন দেখি সকল পথই বিপথগামী;
কোমল তোমার হাতটা তবু আমায় দিলে
সুখী এবং সঠিক হতাম অনেকখানি।
এখন আমার বিষাদ দুপুর ছন্নছাড়া
একলা মেঘে কেবল কাঁদে গুনগুনিয়ে;
এখন আমার অতৃপ্ত এই হৃদয়হাওয়া
তোমার আশায় একলা কাটায় প্রহর গুণে।
তুমি এবং তোমার স্মৃতি দেয়ালজুড়ে
আমায় শুধু ভাবায় একা অন্ধরাতে;
প্রলাপমাখা কাব্যে তবু তোমায় খুঁজি
সুখী মানুষ এখন তুমি অনেক দূরে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


