সেদিন ছিল ২৬ শে মার্চ। এক বন্ধুসহ গেলাম রায়েরবাজার বধ্যভূমিতে।বধ্যভূমি মিনারটি ঘুরে ঘুরে দেখতে লাগলাম আর ভাবছিলাম ইশ্ তাদের মত যদি হতে পারতাম। হঠাৎ আমার ভাবনায় ছেদ পড়ল,চোখ আটকে গেল।পশ্চিম প্বার্শে মিনার এর ধার ঘেঁষে কিছু ছেলেরা নেশা করছে। হেরোইন আর ফেনসিডিল এর আসর বসেছে যেন।অবাক হলাম।আমার বন্ধু বলল এটা মানে বধ্যভূমি হল নেশার আড্ডাখানা।আর এখানে রাত এ চলাচল নিরাপদ নয়।ছিনতাই,রাহজানি নিত্যনৈমিত্তিক ব্যাপার। পাহারায় নিয়োজিত ব্যক্তিরা পারলে নিজেরাও এ কাজে সংযুক্ত হয়।এসব শুনে আমার শরীর শিরশির করে উঠলো।ইচ্ছা করল ওদের বাধা দিতে কিন্তু এক অজানা শক্তি আমায় আটকে রাখল।মন হঠাৎ বলে উঠল যে আমিও কি একজন বন্দি নাগরিক হয়ে উঠছি ? আমার স্বত্তা কি আটকে পরে আছে কারাগার এ? এই কারাগার আর এই অবস্হা থেকে মুক্তি দিতে পারে এই দেশের সরকার,ক্ষমতাবান দেশপ্রেমিক মানুষ ও '৭১ এ বিশ্বাসী সকল নাগরিকরা।আমরা কি শুধুই ১৪ই ডিসেম্বর আসলে বুদ্ধিজীবীদের স্মরন করি। তারা কি অনান্য সময়ে স্মরনের জন্য উপযোগী নন???? তাদের জন্য এবং এই দেশের জন্য রায়েরবাজার বধ্যভূমিকে সংরক্ষন ও সুন্দর করে রাখতে কি আমরা পারি না??? কেননা এটা আমার জাতির পরিচয় ,এটা দেশের পরিচয়...................................এটা আমার পরিচয়।তাই তো মন অনেক সময় বলে উঠে " আমি কি তাদের মত দেশকে ভালবাসতে পারব????"
সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




