একটি শিশুর শিক্ষা তার জন্মলগ্ন থেকেই শুরু হয়। প্রথমে তার শিক্ষা চলে পরিবার এ।এরপর অধিকতর শিক্ষায় শিক্ষিত করার জন্য বাবা-মা তাকে স্কুলে ভর্তি করে।তারা আশা করে স্কুলে ভাল পড়ালেখা করে তাদের সন্তান তাদের এবং দেশের মাথা উঁচু করবে।এই জন্য তারা ভাল স্কুলে ভর্তি করায় তাদের সন্তানকে।যেখানে তাদের সন্তান সুশিক্ষায় শিক্ষিত হবে।যেখানে শিক্ষক হবে শিক্ষার কারিগর।অভিভাবকরা এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে তাদের সন্তানকে ভর্তি করতে চাই না যেখানে কুশিক্ষা দেয়া হয়।কিন্তু দুঃখজনকভাবে এই রকমই ঘটনা ঘটেছে দেশের নামকরা স্কুল আইডিয়াল স্কুল এন্ড কলেজ এর বনশ্রী শাখায়। সেখানে এমন কিছু শিক্ষক আছেন যাদের জন্য ছাত্ররা কু-শিক্ষায় শিক্ষিত হচ্ছে। এই শাখার দিবা শাখায় গণিতের শিক্ষক জনাব আনিসুর রহমান এমনই একজন শিক্ষক । তিনি তার কাছে প্রাইভেট না পড়ার জন্য ছাত্রদের উপর তার শিক্ষক হওয়ার তরবারি চালায়।সে ৫ম শ্রেনীর ছাত্রদের উপর তার নির্যাতনের নমুনা রাখছে।তাদের সে ১ দিনে ১০০ টআ বাড়ির কাজ দেয়।ক্লাসে ছাত্রদের গণিত বুঝানোর চাইতে সে ডাইরিতে শূণ্য দিতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন।সে ছাত্রদেরকে কলম দিয়ে তাদের ব্যাক সাইড এ সোজা বাঙলাভাষায় পাছায় গুতা মারে এবং বলে বাসায় গিয়ে বাবা মা কে বল কিন্তু দেখাতে পারবি না এমন জায়গায় বাথা দিয়েছি। এটা কি একজন শিক্ষক এর আচরণ হয় তার ছাত্রদের সাথে? এতে ছাত্ররা তার কাছ থেকে কি শিক্ষা পেল!!! ছাত্ররা কি আর কখনো শিক্ষকদের সম্মান করবে??? সাথে তারা কিছু বিকৃত মস্তিকের কু্-শিক্ষা পেল।এই ব্যাপারে ঐ স্কুলের অভিভাবকবৃন্দ ঐ স্কুলের সহকারি প্রধান শিক্ষককে জানায়।তিনি বলেন যে এই ব্যাপারে তিনি অপারগ।স্কুলের কতৃপক্ষের এইধরনের কথায় আর তার বিরুদ্ধে কোনো প্রদক্ষেপ না নেওয়ায় ছাত্রদের প্রতি তার অত্যাচার দিন দিন বেড়েই চলছে। তাই অভিভাবকবৃন্দের স্বদিচ্ছায় ও সম্মতিক্রমে ইন্টারনেট এ প্রকাশিত এই পত্রের মাধ্যমে আবারো আইডিয়াল স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষের নিকট আবেদন করা হচ্ছে যে তিনি যেন এই ধরনের শিক্ষকের বিরুদ্ধে অতিস্বত্নর ব্যবস্থা নিয়ে তার ছাত্রদের কু্-শিক্ষার হাত থেকে বাঁচান। সাথে আর একবার স্কুলের নাম উজ্জ্বল হোক এই কামনায়......
আইডিয়াল স্কুল এন্ড কলেজ এর অভিভাবকবৃন্দ
আমি তাদের পক্ষে হয়ে এই লেখাটি এখানে দিলাম।
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




