
সবুজ মেয়ে তুমি কেঁদো না।
তোমার জন্য এনেছি সবুজ একটি দেশ।
যেথায় তুমি করবে খেলা ....
গাইবে গান....
হাসবে প্রাণ খুলে।
উড়বে ঐ সাদা বলাকার মতো...
সবুজের বুকে।
আকঁবে ছবি তুমি..লাল তুলিতে...
সবুজ ক্যানভাসে।
বাধঁবে বাসা..সেথায়।
পাখির কলরবে ভাঙবে ঘুম।
তোমায় আর কেউ কাদাঁবে না..
খেলবে তুমি এই সবুজ দেশের সাথে স্বাধীন ভাবে।
ছবির জন্য শিরনামহীনকে ধন্যবাদ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




