স্বপ্নের শুরু ....
কখনো সে সাদা বকের মতো ডানা উড়াতে চায়।
কখনো ছুঁতে চায় ঐ আকাশের বিশালতাকে।
সে সুন্দর জীবনের জাল বুনে
সে শেখায় হাসাতে...
কখনো কাঁদাতে।
সে গ্রীষ্মের রক্তচক্ষু সূর্য টাকে ছুয়ে...
বসন্তের সেই স্বিগ্নতাকে আপন করে নেয়।
এই ভাবে তার চলা
দেখতে দেখতে শুরু হয় আর একটি বছর
হয় হ্যাপি নিউ ইয়ার....আর একটি স্বপ্নের শুরু।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




