দীর্ঘ সময় পর আবার সামুতে পোষ্ট করছি। সামুতে আসলেই মনে হয় ব্লগ মানেই কাঁদা ছোড়াছুড়ি আর গালাগালির জায়গা। সেই জাফর ইকবাল স্যারকে নিয়ে কুৎসা গাওয়ার পর থেকে আসাটা অনেক কমিয়ে দিয়েছিলাম। আবার এখন নিয়মিত পড়তেছি, সেই হিসেবে নিজেরো পোষ্ট দেওয়ার আগ্রহ তৈরি হল। খুব বেশি সফটওয়ার আসলে আমরা কেউই ব্যবহার করিনা।যার যেটাকে সবচে কাজের মনে হয় সে একজাতীয় কয়েকটার মধ্যে সেটাকেই Use করে। তাই ঘুরেফিরে কয়েকটার কথাই আসে।

প্রথমে একটা থিমপ্যাকের লিংক শেয়ার করলাম। এক্সপি তে ভিসতা লুক সহ আরও অনেক সুবিধা এটাতে পাবেন। যারা পিসির অ্যাপেয়ারেন্স নিয়ে একঘেয়েমিত ভুগতেছেন তারা ব্যবহার করে দেখতে পারেন। কাজের একটা জিনিস।
Click This Link

পিসি মেইন্টেইনেন্সের জন্য আমি advanced system care pro 3.3.4
ব্যবহার করি। এই জাতীয় সফটওয়ারের মধ্যে এটাকেই আমার সবচে সেরা মনে হয়।
লিঙ্ক
ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারের ক্রাকসহ লিঙ্ক আশেপাশে বহু আছে ।আমি ব্যবহার করি 5.8 build 5। আপনাদের সাথে শেয়ার করলাম
build 8 পোর্টেবল।
আর এই
পোস্ট থেকে নামিয়ে নিতে পারেন প্যাচ সহ 5.8 build 5।
সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:৪৯