আকাশের বাসায় skies সম্পর্কে পড়াতে গিয়ে
আমি totally বিভ্রান্ত হয়ে যাই.......
এইটা আবার কি জিনিস?
নিজের ভেতরেই হাতড়াতে থাকি....
কী বলবো?
ঐ যে দেখ অনেকগুলো আকাশ.......
নাকি দিগন্ত.......
একেবারে horizon(হরিজন) হয়ে যাই
মানে অনুন্নত আকাশ শ্রেণী.......
গাঁধীজী বড় সাধ করে নামটা দিয়েছিলেন
আমি দেখেছি কবি মাত্রই horizon(দেখার ওভ্যেস)
এবং এই ঢেকে ফেলা শহড়ে হরিজন কমে যাচ্ছে বলে কবিদের বড় দুঃসময়।
skies প্রসঙ্গে আমার মনে পড়ে যায় সপ্ত আসমানের বিষয়(মন বড় বেয়াদপ,ধর্ম নিয়ে প্রশ্ন?)
যার কোনটা কার উপরে নিচে আছে তা বড় তালগোল পাকানো বিষয়......
অবশেষে আমি উপয়ান্তর না দেখে জানলার উপর ভরসা করি,(যেমন করি windows এর উপর)
তাকাই অন্য পাশের দেয়ালে
"ঐ দেখ আকাশের বহু বচন (skies) সাদা এবং হলুদ দেয়াল।
আমার প্রিয় একনিষ্ঠ আকাশ বুঝে ফেলে......
হয়তো বোঝেনা......
রাতভর আমাদের কবিতার ক্লাস.................

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




