উত্তাল আকাশে উড়ে ক্ষত্রিয় মেঘ
যার নাম প্রজাপতি, ভুল করে তাকে কেন ডেকেছি আবেগ?
আমি হাসি বিষাদে, আমি হাসি বেহালায়
ওই মেয়ে কখনো শুনতে কি পায়?
অযাচিত স্বপ্নে অন্ধ দুচোখ
যার নাম প্রেম ভুল করে তাকে কেনো ভেবেছি অসুখ?
ঘুম ভাঙ্গে বিষাদে ঘুম ভাঙ্গে বেহালায়
ওই মেয়ে কখনো জানতে কি পায়?
জল হয়ে জমে আছি কত কার মনে
যার নাম ব্যথা, ভুল করে জমিয়েছি কেনো সযতনে
আমি উড়ি বিষাদে আমি উড়ি বেহালায়
ওই মেয়ে কেনো আজো ছুঁয়ে ছুঁয়ে যায়??

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




